বাসের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু


প্রকাশিত: ০২:১২ পিএম, ২৭ আগস্ট ২০১৬

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় বাসের ছাদ থেকে পড়ে মিঠুন হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত মিঠুন উপজেলার মালিতা পাড়া গ্রামের ঝন্টু আলীর ছেলে।

ঝিনাইদহ সদর হাসপাতালের ডা. জাহীদুল ইসলাম জানান, ফুটবল খেলা শেষে বাসে করে ঝিনাইদহ থেকে শৈলকুপা যাচ্ছিল মিঠুন। পথে বারইপাড়া এসে বাসের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহমেদ নাসিম আনাসারী/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।