বিদ্যুতের তারে জড়িয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৭ আগস্ট ২০১৬

নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার খামার গাড়াগ্রামে পল্লী বিদ্যুতের ছিড়ে পড়া তারে জড়িয়ে আহতদের মধ্যে মোছাহাব উদ্দিন (৫৮) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।  

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার সাত দিনের মাথায় তার মৃত্যু হয়। মৃত মোছাহাব উদ্দিন ওই গ্রামের মৃত হাসিম উদ্দিনের ছেলে।

একই ঘটনায় বর্তমানে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো সাতজন। শনিবার বেলা ৩টায় গাড়াগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয় বলে নিশ্চিত করেন গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন।

প্রসঙ্গত, গত রোববার (২১ আগস্ট) রাত ৮টার দিকে পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভি বিদ্যুত লাইনের তার ছিড়ে ওই গ্রামের বিপ্লবের পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়।

এতে জবেদ আলীর ছেলে স্থানীয় মসজিদের ঈমাম সাজেদুল ইসলাম বাবু (৩০) নামের একজন ঘটনাস্থলে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কফিল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৩০) মারা যায়।

এরপর চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১০টায় অষ্টম শ্রেণির ছাত্র নাঈমের (১৪) মৃত্যু হয়। নাঈম ওই গ্রামের তার নানা তহুর উদ্দিনের বাড়িতে থেকে লিখাপড়া করতো।

এ ঘটনায় নীলফামারী পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) ইনসের আলী, কিশোরীগঞ্জ উপজেলার টেপারহাট পল্লীবিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ ও লাইনম্যান রুবেল হোসেনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

জাহেদুল ইসলাম/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।