ঈদ উপলক্ষে ৬৫ রেল কোচের মেরামত চলছে


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২৮ আগস্ট ২০১৬

ঈদুল আজহায় যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণের লক্ষ্যে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় ৬৫টি কোচের মেরামতকাজ চলছে। এসব কোচ বিভিন্ন রুটে চলাচলকৃত আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত হিসেবে সংযোগ করা হবে।

জানা যায়, আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে এসব ট্রেনের মেরামতকাজ সম্পূর্ণ হবে। এরপরপরই এসব কোচ ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে।

এবার ঈদে এসব বাড়তি কোচ দিয়ে পশ্চিম রেলের পার্বতীপুর ও খুলনা থেকে ঢাকা রুটে দুটি বিশেষ ট্রেন চালু করা হবে। এরইমধ্যে ৩৪টি কোচ মেরামত শেষে পার্বতীপুর, ঈশ্বরদী, খুলনা ও রাজশাহী ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে।

কারখানা সূত্রে জানা যায়, মেরামত করা ৬৫টি কোচের মধ্যে ৩৮টি ব্রডগেজ এবং ২৭টি মিটারগেজ লাইনের কোচ রয়েছে। এসব কোচের মধ্যে কারখানার চারটি শপে ৫৬টি এবং প্রকল্পের আওতায় দুইটি বেসরকারি প্রতিষ্ঠান ৯টি কোচ মেরামতের কাজ করছে।

কোচ মেরামতের ক্যারেজ শপের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী দিলশাদ করিম আবু হেনা বলেন, শ্রমিক ও কারিগরদের শ্রম ও আগ্রহের কারণে এতো কোচ মেরামত করা সম্ভব হচ্ছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্য ব্যবস্থাপক অমিনুল হাসান জাগো নিউজকে জানান, প্রতিবছরই ঈদের আগে কারখানায় অতিরিক্ত কোচ মেরামত করা হয়। এবার ৬৫টি কোচ মেরামত করা হচ্ছে। আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যেই কোচগুলোর মেরামত কাজ সম্পূর্ণ হবে। এরপরে এগুলো ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে।
                                                                                                                    
জাহেদুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।