যশোরে আ.লীগের বর্ধিত সভায় ডাকা হয়নি বিদ্রোহী প্রার্থীদের
আগামী ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের যশোর জেলা সম্মেলন সফলের লক্ষ্যে অনুষ্ঠিত বর্ধিত সভায় ডাকা হয়নি সর্বশেষ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিদ্রোহী নেতাদের।
রোববার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিনা আমন্ত্রণে একজন স্বতন্ত্র প্রার্থী হাজির হলেও তাকে বক্তব্য দানের সুযোগ দেয়া হয়নি।
বর্ধিত সভায় আমন্ত্রণ না পাওয়া এসব নেতাদের তালিকায় রয়েছেন যশোর-৫ আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক স্বপন ভট্টাচার্য, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী দলের জেলা কমিটির নেতা অধ্যাপক রফিকুল ইসলাম ও সাবেক হুইপ দলের অভয়নগর উপজেলা সভাপতি অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। তারা তিনজনই বিগত সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে যশোরের বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।
এদিকে বিগত নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হওয়া বাকি দু`নেতা সভায় যোগ না দিলেও সভা চলাকালে দলীয় কার্যালয়ে হাজির হন সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। কিন্তু তাকে বক্তব্য দানের সুযোগ না দেয়ায় কিছু সময় পর তিনি দলীয় কার্যালয় ত্যাগ করেন।
এ ব্যাপারে আলাপকালে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর জহুরুল ইসলাম জানান, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিগত নির্বাচনে যারা প্রার্থী হয়েছিলেন তাদেরকে আপাতত দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত না রাখার জন্য নির্দেশনা রয়েছে। সে কারণে বর্ধিত সভায় বেশ কয়েকজন নেতাকে ডাকা হয়নি।
তবে সাবেক হুইপ ওহাবের সভায় আসা প্রসঙ্গে তিনি দাবি করেন, তিনি দলীয় কার্যালয়ে এসে নেতাকর্মীদের সাথে কুশলাদী বিনিময় করে চলে যান। ফলে তাকে বক্তব্য দেয়ার সুযোগ দেয়া না দেয়ার কোনো প্রশ্ন ওঠেনা।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজুর সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, জেলা পরিষদ প্রশাসক শাহ হাদীউজ্জামান, যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের সাংসদ অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ, যশোর-৪ আসনের সাংসদ রণজিৎ কুমার রায়, চৌগাছা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভাকেট. আলী রায়হান, সাইফুজ্জামান পিকুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এসএম আফজাল হোসেন, হুমায়ুন কবীর কবু, মোফাজ্জেল হোসেন খসরু, অ্যাডভোকেট মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আসাদুজ্জামান, অ্যাডভোকেট আব্দুল খালেক, আসিফ উদ দ্দৌলা সরদার অলোক প্রমুখ।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর জহুরুল ইসলাম জানান, সভায় আগামী ১২ ফেব্রুয়ারি টাউন হল ময়দানে জেলা সম্মেলনের প্রথম অধিবেশন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর সভাপতি ও সম্পাদক আলোচনা করে দ্বিতীয় অধিবেশনের স্থান নির্ধারণ করবেন। আর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি ও জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, বাহাউদ্দিন নাসিমসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা সম্মেলনে উপস্থিত থাকবেন বলে সভায় জানানো হয়।
মিলন রহমান/এমএএস