জয়পুরহাটে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা : স্বামী আটক
জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম কোমরগ্রামে বেনু আরা (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রেজাউল ইসলামকে (৪০) আটক করেছে পুলিশ।
রোববার রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে। রেজাউল ইসলাম ওই উপজেলার পশ্চিম কোমরগ্রামের আলেকউদ্দিনের ছেলে।
জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতের দিকে পশ্চিম কোমরগ্রামের রেজাউল ইসলাম তার স্ত্রী বেনু আরাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে লাশ বাড়ির পাশে খড়ের গাদায় ফেলে রাখে।
খবর পেয়ে পুলিশ সোমবার ভোরে ঘাতক স্বামীকে আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে রেজাউল ইসলাম। তবে ঠিক কি কারণে তাকে হত্যা করেছে তা এখনো স্বীকার করেনি সে।
রেজাউলের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা করা হবে বলেও জানান তিনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাশেদুজ্জামান/এসএস/এমএস