ভ্যানচালক হত্যা মামলায় ৪ স্কুলছাত্র গ্রেফতার


প্রকাশিত: ০৮:২৯ এএম, ৩১ আগস্ট ২০১৬

নীলফামারীতে সুধির চন্দ্র রায় (৩২) নামে এক ভ্যানচালককে গলা কেটে ও কুপিয়ে হত্যার ঘটনায় ৪ স্কুলছাত্রকে গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ। ঘটনার ৩ মাসের মাথায় বুধবার ভোরে অভিযান চালিয়ে এ চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার চারজনই জেলা সদরের পলাশবাড়ী পরশমনি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও পলাশবাড়ী ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা।

তারা হলেন- নিলচরন রায়ের ছেলে দশম শ্রেণির ছাত্র সুজল চন্দ্র রায়, আতিয়ার রহমানের ছেলে ১০ম শ্রেণির ছাত্র ফরিদুল ইসলাম, সুনীল চন্দ্র রায়ের ছেলে ৯ম শ্রেণির ছাত্র কমল চন্দ্র রায় ওরফে উত্তম ও ফারুক ইসলামের ছেলে ৭ম শ্রেণির ছাত্র জাকির হোসেন। এদের ৩ জনকে বাড়ি থেকে ও সুজন চন্দ্র রায়কে জেলা শহরের কানছিরা মহল্লার একটি ছাত্রাবাস থেকে পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতাররা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের উদ্দ্যেশে ভ্যানচালক সুধির চন্দ্র রায় হত্যা করেছে বলে নীলফামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারদের কিশোর অপরাধ ধারায় বিচার করা হবে।

জাহেদুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।