নওগাঁয় মা সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশিত: ১২:৫২ পিএম, ৩১ আগস্ট ২০১৬

‘আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব’ স্লোগান নিয়ে নওগাঁর রানীনগরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মজনুর রহমান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আল-অামিন, তারিক ইকবাল, স্থানীয় ইউপি সদস্য খবির উদ্দিন ও সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাজেদুর রহমান, সহকারী শিক্ষক বিশ্বজিৎ কুমার ও আব্দুল হালিম প্রমুখ।

সমাবেশে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, গণ্যমান্য ব্যক্তিসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আব্বাস আলী/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।