নালিতাবাড়ীতে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু


প্রকাশিত: ১০:৪৬ এএম, ০১ সেপ্টেম্বর ২০১৬

শেরপুরের নালিতাবাড়ীতে ভিমরুলের কামড়ে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ পথচারী আহত হয়েছেন। উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় গ্রামে গতকাল বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজুল ইসলাম রিসান গোল্লারপাড় গ্রামের কাপড় ব্যবসায়ী সুরুজ মিয়ার ছেলে।

নিহতের বাবা সুরুজ মিয়া জানান, বুধবার বিকেলে বাড়ির অদূরে একটি গাছের ডালে ভিমরুলের চাক দেখতে পেয়ে কৌতুহল বশত ঢিল ছোড়ে রিসান। এতে ঝাঁক বেঁধে এসে ভিমরুলগুলো তাকে কমড়ে। এসময় তাকে রক্ষা করতে গিয়ে আরো পাঁচজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার অবনতি হলে রাত ৮টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর রিসান মারা যায়। বৃহস্পতিবার সকালে তার দাফন হয়েছে।

হাকিম বাবুল/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।