বরগুনায় রিকশা শ্রমিকদের সমাবেশ


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৬

শব্দ দূষণ রোধ ও সঠিকভাবে রিকশা চালনায় চালকদের সচেতনতা বাড়াতে বরগুনায় ভিন্নধর্মী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরগুনা জেলা পুলিশের সহযোগিতায় পৌর কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে স্থানীয় প্রতিবন্ধী যুবক কামাল হোসেনকে একটি নতুন রিকশা প্রদান করে জেলা পুলিশ।

পুলিশ সুপার বিজয় বসাকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ড. মোহা. বসিরুল আলম। সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, পৌরসভার মেয়র মো. সাহাদাত হোসেন। সমাবেশে সহস্রাধিক রিকশা শ্রমিক অংশ নেয়।

Barguna

সমাবেশে আরো বক্তব্য রাখেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল আলীম হিমু, জেলা এনজিও উন্নয়ন ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা অ. মোতালেব মৃধা, প্রেসক্লাব সম্পাদক আবু জাফর মো. সালেহ, কমিউনিটি পুলিশিং সদস্য অ্যাড. সঞ্জীব দাস, সাংবাদিক মুশফিক আরিফ, উন্নয়ন সংগঠন জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, নারী নেত্রী সোহেলী পারভিন ছবি ও জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান প্রমুখ।  

সাইফুল ইসলাম মিরাজ/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।