নলছিটি উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০২ সেপ্টেম্বর ২০১৬

ঝালকাঠির নলছিটি উপজেলা ও পৌরসভার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা বিএনপির আনিসুর রহমান হেলালকে সভাপতি ও সেলিম গাজীকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

পৌর কমিটিতে সাবেক মেয়র মজিবুর রহমানকে সভাপতি ও সরোয়ার তালুকদারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর শুক্রবার বিকেলে এ কমিটি অনুমোদন দেন।  

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
আতিকুর রহমান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।