শেরপুরে বিরল প্রজাতির বানরের সন্ধান


প্রকাশিত: ০২:০৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৬

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিরল লজ্জাবতী বানরের সন্ধান পাওয়া গেছে।

শনিবার সকালে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের চান্দের নন্নী গ্রামের নন্নী পোড়াগাঁও হাজি নুরুল হক মৈত্রী কলেজের প্রভাষক নুরুজ্জামান বাড়ির বাঁশঝাড় থেকে এই বানরটিকে আটক করা হয়। পরে সেটিকে পাশের গ্রামে ছেড়ে দেয়া হয়।

প্রভাষক নুরুজ্জামান বলেন, শনিবার সকালে বাড়ির বাঁশঝাড়ে বানরটির সন্ধান পাওয়া যায়। পরে এলাকাবাসী বানরটি আটক করে। খোঁজ নিয়ে জেনেছি এটা বিরল প্রজাতির লজ্জাবতী বানর। এলাকার ছেলেরা উৎপাত করায় বানরটিকে বাঁশঝাড়ে ছেড়ে দেয়া হয়েছে।

শেরপুর বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, লজ্জাবতি বানর বিরল প্রজাতির বন্যপ্রাণী। নালিতাবাড়ী উপজেলার মায়াঘাসি এলাকার বনে কিছু লজ্জাবতী বানর দেখতে পাওয়া যায়। মাঝে মাঝে এরা হয়তো খাবারের সন্ধানে কিংবা পথ ভুলে লোকালয়ে চলে আসে। এর আগেও কয়েকটি লজ্জাবতী বানরকে বনে এবং সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।

হাকিম বাবুল/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।