ঝালকাঠিতে বাসের ধাক্কায় অধ্যাপক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩০ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বাসচাপায় আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. কবির উদ্দীন (৫০) নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মো. আবদুল হালিম মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, কাঁঠালিয়া-বামনা-পাথরঘাটা সড়কের বামনা চেচায়ং নামক স্থানে পাথরঘাটা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অধ্যাপক কবির উদ্দীন ঘটনাস্থলেই নিহত হন।

আতিকুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।