শেরপুরে ১০ টাকা কেজির চাল পাবে ৬৬ হাজার মানুষ


প্রকাশিত: ০৯:০৭ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৬

শেরপুরে ৬৬ হাজার ১৪৫ জন হতদরিদ্রের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হবে। ইতোমধ্যে জেলার ৫ উপজেলার ৫২টি ইউনিয়নে ১১৩ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে।

(৯ সেপ্টেম্বর) শুক্রবার থেকে জেলায় হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজির এ চাল বিতরণ শুরু হচ্ছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের চিলমারী থেকে ১০ টাকা কেজি দরের চাল বিক্রির এ কার্যক্রম উদ্বোধন করেছেন।

শেরপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) জি.এম. ফারুক পাটোয়ারী জানান, শেরপুর সদর উপজেলায় ১৪টি ইউনিয়নে ২২ হাজার ২২৭ জন ভোক্তার জন্য ৩৭ জন ডিলার, নালিতাবাড়ী উপজেলায় ১২টি ইউনিয়নে ১৪ হাজার ৭১৭ জন ভোক্তার জন্য ২৪ জন ডিলার নিয়োগ করা হয়েছে।

নকলা উপজেলায় ৯টি ইউনিয়নে ৯ হাজার ৮৬৮ জন ভোক্তার জন্য ১৮ জন ডিলার, শ্রীবরদী উপজেলার ১০টি ইউনিয়নে ১১ হাজার ৮১৬ জন ভোক্তার জন্য ২০ জন ডিলার ও ঝিনাইগাতী উপজেলায় ৭টি ইউনিয়নে ৭ হাজার ৫১৭ জন ভোক্তার জন্য ১৪ জন ডিলার নিয়োগ সম্পন্ন করা হয়েছে।

তিনি জানান, ডিলাররা সাড়ে ৮ টাকা কেজি দরে গোডাউন থেকে চাল ক্রয় করে ১০ টাকা কেজি দরে নিবন্ধিত ভোক্তাদের মধ্যে বিক্রি করবেন। ৫টি উপজেলার নির্বাহী কর্মকর্তারা ৬৬ হাজার ১৪৫ জনের মধ্যে কার্ড বিতরণের কাজ শেষ করেছেন। সপ্তাহের শুক্র, শনি ও মঙ্গলবার চাল বিক্রির এ কার্যক্রম আগামী ৫ মাস পর্যন্ত চালু থাকবে।

এ বিষয়ে জেলা প্রশাসক ডা. এম এ পারভেজ রহিম বলেন, কার্ডধারী ভোক্তারা যাতে প্রতি মাসে নিয়মিত ৩০ কেজি করে ১০ টাকা দরে চাল সংগ্রহ করতে পারে সেজন্য উপজেলা পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

হাকিম বাবুল/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।