সংবাদ প্রকাশের পর...


প্রকাশিত: ০২:০৪ পিএম, ২৯ জানুয়ারি ২০১৫

২৫ জানুয়ারি রোববার জাগোনিউজ২৪ ডটকমে তালতলীতে এক মাসে ১৮ বাল্য বিয়ে সংক্রান্ত সংবাদ প্রকাশের পর ওই উপজেলায় ভ্রাম্যমাণ আদালত গঠন করেছে উপজেলা প্রশাসন।

গতকাল বুধবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তোফায়েল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় তিনি আলীর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আছিয়া আকতারকে বিয়ে দেয়ার অপরাধে তার বাবা উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের ইউনুচ আলী হাওলাদারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
একই দিন উপজেলার পি.কে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সুমি আকতারকে বিয়ে দেয়ার অপরাধে তার বাবা কড়ইবাড়ীয়া ইউনিয়নের উত্তর গেন্ডামারা গ্রামের মোফাজ্জেল হোসেন ফরাজীকে ৩ হাজার টাকা ও বাল্য বিয়ে পড়ানোর অপরাধে কড়ইবাড়ীয়া ইউনিয়ন কাজী শহিদুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বেশ কয়েকটি বাল্য বিয়ের বর, কনে ও তাদের অভিভাবকরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।