শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
প্রতীকী ছবি
শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে রোকন উদ্দিন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত রোকন উদ্দিন একই গ্রামের মাসুদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে ঈদ আনন্দ উপভোগ করতে রোকন মিউজিক সিস্টেম বাজানোর সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা ডা. সুধন্য চন্দ্র মন্ডল রোকন উদ্দিনের মৃত্যুর কথা নিশ্চিত করেন।
হাকিম বাবুল/এএম/পিআর