টাম্পাকো কারখানার ধ্বংসস্তূপ থেকে লক্ষাধিক টাকা উদ্ধার


প্রকাশিত: ১০:৩৩ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৬

গাজীপুর মহানগরীর টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসস্তূপ সরাচ্ছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মীরা। বৃহস্পতিবার কারখানার ধ্বংসাবশেষ থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে।

টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন ভক্ত জানান, বৃহস্পতিবার দুপুরে ওই কারখানা থেকে টাকা ও বেশ কিছু মালামাল উদ্ধারের পর তা গাজীপুর সিটি কর্পোরেশনের হেফাজতে রাখা হয়েছে। কারখানার নিখোঁজ ১০ শ্রমিকের সন্ধানে রোববার বিকাল থেকে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি অভিযান চলানো হয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ধ্বংসস্তূপ সরাতে কাজ করেন।

এসআই সুমন আরো জানান, কারখানা থেকে উদ্ধার করা খাট, ডাইনিং টেবিল, চেয়ারসহ বিভিন্ন মালামালের তালিকা করেছে পুলিশ। এর মধ্যে এক লাখ দুই হাজার ৭৫৫ টাকা এবং সাত হাজারের মত পোড়া টাকাও রয়েছে।

এছাড়া কারাখানা থেকে ৮০০ টনের মত ধ্বংসাবশেষ ও ৮০টি খালি ড্রাম অপসারণ করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর বয়লার বিস্ফোরণের পর ওই কারখানা ভবনে আগুন লেগে যায়। পরদিন বিকেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।

এ ঘটনায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো প্রায় ৪০ জন। তবে শুক্রবার সেখানে নতুন কোনো মরদেহ পাওয়া যায়নি বলে জানা গেছে।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।