শেরপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত : আটক ১
শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় ফকির মাহমুদ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক নুর আলমকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে ১০টার দিকে ঝিনাইগাতী-গজারিকুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফকির মাহমুদ নলকুড়া ইউনিয়নের মানিককুড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।
ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঝিনাইগাতী-গজারীকুড়া সড়ক পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় ফকির মাহমুদ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে।
হাকিম বাবুল/এএম/আরআইপি