রিকশা উল্টে প্রাণিসম্পদ বিভাগের কর্মচারী নিহত
শেরপুরের সদরের যোগিনীমুড়া সড়কে মোবারকপুর এলাকায় রেলিংবিহীন একটি ব্রিজ পারপারের সময় রিকশা উল্টে আয়াতুল্লাহ মিয়া (৪২) নামের প্রাণিসম্পদ বিভাগের এক কর্মচারী নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়াতুল্লাহ মিয়া শহরের দক্ষিণ নবীনগর এলাকার মরহুম হাজি চহিমদ্দিন মিয়ার ছেলে।
নেত্রকোনা জেলার মদন উপজেলায় তার পোস্টিং হলেও তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রাণিসম্পদ অফিসে ডেপুটেশনে ড্রেসার পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নবীনগরের বাড়ি থেকে যুগিনীমোড়া এলাকায় গরুর চিকিৎসার জন্য রিকশায় করে যাচ্ছিলেন আয়াতুল্লাহ। মোবারকপুরের রেলিংবিহীন ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ রিকশা উল্টে খাদে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আব্দুল জব্বার এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
হাকিম বাবুল/এএম/আরআইপি