গৃহবধূর রহস্যজনক মৃত্যু : স্বামীর বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের কোন্নগর গ্রামে আছিয়া খাতুন (২৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গৃহবধূর বাবা আশরাফ আলী বাদী হয়ে ওই গৃহবধূর স্বামী মনিরুল ইসলাম ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

শুক্রবার দুপুরে ময়নাতদন্তের জন্য গৃহবধূর মরদেহ শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক একেএম ফসিহুর রহমান বলেন, গৃহবধূর বাবার অভিযোগ নিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এটি হত্যা না আত্মহত্যা বলা যাবে না। মরদেহের গলায় রশি পেঁচানোর দাগ রয়েছে। মরদেহ উদ্ধারের সময় পাশে কোন রশি না পাওয়া গেলেও একটি ওড়না পাওয়া গেছে।

পুলিশ ও গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে নকলা উপজেলার ধনাকুশা গ্রামের আশরাফ আলীর মেয়ে আছিয়া খাতুনের সঙ্গে নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের কোন্ননগর গ্রামের ইউনুছ আলীর ছেলে মনিরুল ইসলামের (৩৫) বিয়ে হয়।

বিয়ের পর থেকে মনিরুল ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য আছিয়ার উপর মানসিক ও শারীরিক নির্যাতন করতেন।

সম্প্রতি আছিয়ার ছোট বোনের বিয়ে এবং ঈদে বাবার বাড়িতে যেতে না দেয়ায় এ বিরোধ আরো প্রকট আকার ধারণ করে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী মনিরুল ও তার পরিবারের লোকজন ঘরে আছিয়ার মরদেহ ফেলে রেখে পালিয়ে গেলে আশেপাশের লোকজনের সন্দেহ হয়।

তারা বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান খন্দকার শফিককে জানান। চেয়ারম্যান বিষয়টি থানা পুলিশকে জানালে রাত ৮টার দিকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

হাকিম বাবুল/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।