চীনের দুঃখ হোয়াংহো আমাদের নোয়াখালী খাল


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চীনের দুঃখ হোয়াংহো নদী আর আমাদের দুঃখ নোয়াখালী খাল। আগামী দুই সপ্তাহের মধ্যে নোয়াখালী খালের প্রকল্প একনেকে উঠানো হবে।

শনিবার বেলা ১১টার দিকে নোয়াখালীর কবিরহাট পৌরসভায় ট্রাস্ট ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, ট্রাস্ট ব্যাংকে এখন মানুষ ট্রাস্ট করতে শুরু করেছে। এ ব্যাংকের কোনো দুর্নাম নেই। পদ্মা সেতুসহ মেগা প্রজেক্টগুলোর কাজ যথাসময়ে শেষ হবে।

Noakhali

সোনাপুর থেকে চট্টগ্রাম জোরারগঞ্জ সড়ক একনেকে অনুমোদন হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে নোয়াখালী খালের প্রকল্প একনেকে উঠানো হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও ট্রাস্ট্ ব্যাংকের চেয়ারম্যান জেনারেল আবু বেলাল মো. সফিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের সিটি মেয়র মো. আনিসুল হক, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, ট্রাস্ট্ ব্যাংকের প্রধান ব্যবস্থাপক ইসতিয়াক আহমেদ চৌধুরী, কুমিল্লার জিওসি মেজর এনায়েত উল্যা, ডিজিডিপি মেজর জেনারেল সাহেদুল হকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Noakhali

পরে মন্ত্রী ফলক উন্মোচন করে ট্রাস্ট ব্যাংকের ১০৮তম কবিরহাট শাখার উদ্বোধন করেন।

মিজানুররহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।