দামুড়হুদায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদার কোমরপুর নলডাঙ্গা মাঠ থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার কোমরপুর নলডাঙ্গা মাঠে কৃষকরা জমিতে চাষাবাদের জন্য যাওয়ার পথে অজ্ঞাত ওই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে দামুড়হুদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম জানান, নিহতের গায়ের রং উজ্জল শ্যামলা এবং পরণে লুঙ্গি আছে। ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।
সালাউদ্দিন কাজল/এফএ/এমএস