কলেজ জাতীয়করণে কমছে বৈষম্য


প্রকাশিত: ০৪:১৪ এএম, ০১ অক্টোবর ২০১৬

সারাদেশের ১৯৯টি কলেজ জাতীয়করণের মধ্যে ঝালকাঠির তিনটি কলেজ রয়েছে। এর ফলে জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আর দূরে গিয়ে পড়তে হবে না। বাড়িতে থেকেই কম খরচে তারা মানসম্মত উচ্চশিক্ষা অর্জন করতে পারবে। এর ফলে বৈষম্যও কমছে।

এ নিয়ে কথা হয় নতুন জাতীয়করণের আওতাভূক্ত রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. গোলাম বারীর সঙ্গে। তিনি জাতীয়করণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঝালকাঠি জেলা শহরে মাত্র দুটি কলেজ সরকারি রয়েছে। এছাড়া জেলার তিনটি উপজেলায় কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নেই। এটি শিক্ষা ক্ষেত্রে একটি বৈষম্যমূলক আচরণ ছিল।

ভালো ছাত্ররা উচ্চশিক্ষা অর্জনের জন্য দেশের বড় বড় প্রতিষ্ঠানে অথবা জেলা শহরে চলে যেত। আমরা স্নাতক পর্যায়ে তেমন ভালো ছাত্র পেতাম না। তাদের গোল্ডেন লাইফ (সোনালি জীবন) বাইরের স্কুলে কাটিয়ে আমাদের কাছে এসে এইচএসসি ও স্নাতকে ভর্তি হয়। তাও আবার খুবই নগন্য পয়েন্ট নিয়ে আসে ভর্তি হতে। জাতীয়করণের ফলে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর হবে বলে মনে করেন তিনি।

কলেজ প্রসঙ্গে অধ্যক্ষ মো. গোলাম বারী বলেন, ১৯৭০ সালে রাজাপুরবাসীর প্রয়োজনের তাগিদে তাদের নিজেদের উদ্যোগে কলেজটি প্রতিষ্ঠিত হয়। এটি কোনো ব্যক্তির বা গ্রুপ অব কোম্পানির নয়। তখন থেকেই তিলে তিলে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি রাজাপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলার অন্যতম একটি বিদ্যাপীঠে স্বীকৃতি লাভ করে।

এ কলেজে ছাত্রদের মধ্যে কোনো প্রতিহিংসার রাজনীতি নেই, সকলেই সহাবস্থানে থেকে পড়াশুনা করছে। নিয়মিত পাঠদান ব্যবস্থা জোরদার করানোর ফলে সব সময়ই সন্তোষজনক ফলাফল অর্জিত হয়। এ বছরে উচ্চ মাধ্যমিক ফলাফলে প্রায় শতভাগ পাস অর্জিত হয়েছে।

শিক্ষা পদ্ধতির বিষয়ে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় সৃজনশীল পদ্ধতি নিঃসন্দেহে সময়োপযোগী ব্যবস্থা। সৃজনশীলতা ছাত্রদের সঠিকভাবে পাঠদান করাতে হলে শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজন।

Jhalkhathi

এখানেও ভর্তি পরীক্ষা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো হলে ভালো হতো। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চশিক্ষার ভর্তি প্রক্রিয়া পয়েন্টের মাধ্যমে হওয়ায় লেভেল হচ্ছে না। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাবীদের অগ্রাধিকার দেয়া প্রয়োজন। কোচিং অথবা প্রাইভেট বাণিজ্যিক নির্ভর না হয়ে শিক্ষকদের পাঠ প্রস্তুতি গ্রহণ করে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানের প্রতি আন্তরিক হতে হবে।

সমসাময়িক পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বহিরাগতদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ছাত্রদেরও কড়া নজরদারিতে রাখা হয়েছে। ১০ দিন কেউ অনুপস্থিত থাকলে তার অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে খোঁজ খবর নেয়া হচ্ছে।

জঙ্গিবাদবিরোধী কর্মসূচি পালনের জন্য ৩ সদস্যের কমিটি রয়েছে। ১ আগস্ট সারাদেশের মতো রাজাপুর ডিগ্রি কলেজের ছাত্র ও শিক্ষকরা বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের কলেজের প্রধান ফটকে মানববন্ধন ও সমাবেশ করেছে। এ সময় জঙ্গিবাদের কুফল, অপকারিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করে সচেতন করা হয়েছে।

ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি বলেন, ছাত্রজীবনে কয়েকজন স্যারের (শিক্ষকের) সান্নিধ্য পেয়েছি, তারা আসলেই আদর্শবান এবং সৎ ব্যক্তিত্ব সম্পন্ন। তাদের অনুকরণে উৎফুল্ল হয়ে শিক্ষকতা পেশায় আগ্রহী হই। তাদের মধ্যে জীবিত আছেন বাগেরহাট পিসি কলেজের সাবেক অধ্যক্ষ লতিফুর রহমান, বিএম কলেজের শিক্ষক মো. হানিফ ও বাগেরহাটের আরেকজন শ্রদ্ধেয় শিক্ষক ফণিভূষণ সাহা।

ঝালকাঠি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর মো. রুস্তম আলী বলেন, ১৯৯টি কলেজ জাতীয়করণের ঘোষণার ফলে নতুন দ্বার উম্মোচিত হয়েছে। এর মাধ্যমে দেশে শিক্ষিতের হার বাড়বে।

কিন্তু প্রশ্ন হলো শিক্ষকদের যোগ্যতা ও আন্তরিকতা নিয়ে। বর্তমান সময়ে শিক্ষকরা শ্রেণিকক্ষে সঠিকভাবে পাঠদান না করিয়ে শিক্ষার্থীদের কোচিং নির্ভর করছেন। প্রথমে প্রয়োজন শিক্ষকদের মানসিকতা পরিবর্তন এবং দ্বিতীয়ত শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা।

তিনি আরো বলেন, সৃজনশীল শিক্ষা পদ্ধতি একটি সময়োপযোগী ব্যবস্থা। কিন্তু অনেক শিক্ষক আছেন যারা সৃজনশীল পদ্ধতিই বুঝেন না। এছাড়াও যে সকল কলেজ জাতীয়করণের আওতায় নেয়া হয়েছে সেসব কলেজের শিক্ষকদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।