রোববার ফ্রান্সে যাচ্ছে রাধা রানী
ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক গার্লডের অনুষ্ঠানে অংশ নিতে ২ অক্টোবর রোববার ঢাকা ত্যাগ করবেন দিনাজপুরের খানসামা উপজেলার হোসেনপুর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী রাধা রানী সরকার।
৩ থেকে ১২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে তিনি ফ্রান্সের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্যারিসের মেয়র, পার্লামেন্ট মেম্বার ও সুশীল সমাজের আয়োজনে র্যালি, আলোচনা সভা, টেলিভিশন সাক্ষাৎকার ও বিতর্কসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন রাধা রানী।
অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে রাধা রানী সরকার নিজ এলাকার শিশু অধিকার পরিস্থিতি, জন্মনিবন্ধন ও বাল্যবিবাহ বন্ধে তার ও শিশুদলের ভূমিকা তুলে ধরবেন। প্ল্যান ইন্টারন্যাশনালের ফ্রান্স অফিসের আমন্ত্রণে রাধা রানী সরকার এসব কর্মসূচিতে অংশ নেবেন।
ফ্রান্স যাবার অনুভূতি ব্যক্ত করে রাধা রানী সরকার বলেন, শিশু অধিকার প্রতিষ্ঠায় আমাদের অভিজ্ঞতা আমি সেখানে তুলে ধরতে চাই। বর্তমানে তিনি সরকার বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পে সুপারভাইজার হিসেবে কাজ করছেন।
হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোনায়েম মিয়া বলেন, তার জন্য আজ আমার প্রতিষ্ঠান গর্বিত, তার সাফল্য কাম্য করি। ২০০৫ সাল থেকে রাধা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় পরিচালিত বাল্যবিবাহ প্রতিরোধ, সার্বিক স্যানিটেশন, গুণগত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।
রাধা রানী সরকার খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আরজি জুগির ঘোপা গ্রামের গোপাল চন্দ্র সরকার ও শান্তি রানী সরকারের মেয়ে।
এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি