ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে বন্যহাতির মৃত্যু


প্রকাশিত: ০৯:১৮ পিএম, ০১ অক্টোবর ২০১৬

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ভারত সীমান্তবর্তী একটি গ্রামে ধানক্ষেতের বৈদ্যুতিক তারে জড়িয়ে এক বন্যহাতির মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার উত্তর পানবর গ্রামে এ বন্যহাতির মৃত্যুর ঘটনা ঘটে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৯টার দিকে উত্তর পানবর গ্রামের ক্ষেতে নেমে ধান খেয়ে এবং পা দিয়ে মাড়িয়ে ধান নষ্ট করে একদল বন্যহাতি। এ সময় বন্যহাতি তাড়ানোর জন্য আগে থেকে পাতা জেনারেটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বন্যহাতি মারা যায়।

স্থানীয়রা জানায়, বন্যহাতি মারা যাওয়ার পর থেকে উত্তর পানবর ও আশেপাশের এলাকায় বন্যহাতির দলের তাণ্ডব চলছে।

এ ব্যাপারে কাংশা ইউনিয়নের চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, বন্যহাতির আতঙ্কে গ্রামের সবাই অস্থির। বেশ কিছুদিন ধরে ঝিনাইগাতীর পাহাড়ি এলাকার মানুষ বন্যহাতির তাণ্ডবের কারণে ভোগান্তিতে রয়েছে। গত দুই সপ্তাহের ব্যবধানে বন্যহাতির আক্রমণে ঝিনাইগাতী সীমান্তে একজন নারীসহ দুইজন মারা যায়।

এদিকে বন্যহাতির কবল থেকে নিজেরা বাঁচার জন্য এবং ক্ষেতের ফসল রক্ষার জন্য নানা ধরনের কৌশল নিয়েছেন স্থানীয়রা। যদিও গত এক বছরে ঝিনাইগাতী ও শ্রীবরদী সীমান্তে এ নিয়ে চারটি বন্যহাতি মৃত্যুর ঘটনা ঘটেছে।

হাকিম বাবুল/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।