উন্নয়নের স্রোতধারায় যুক্ত হয়েছে পাহাড়


প্রকাশিত: ০১:০৫ এএম, ০৪ অক্টোবর ২০১৬

পাহাড়ে পাহাড়ি-বাঙালির মধ্যকার অবিশ্বাসের প্রাচীর ভেঙে পাহাড়ে এখন শান্তির সু-বাতাস বইছে উল্লেখ করে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় পাহাড় উন্নয়নের স্রোতধারায় যুক্ত হয়েছে।

তিনি সোমবার দিনব্যাপি জেলার দীঘিনালার বাবুছড়া ইউনিয়নে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বাবুছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বাবুছড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তরুণ কান্তি চাকমা সমাবেশে সভাপতিত্ব করেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সংসদ সদস্যের সহধর্মিনী মল্লিকা ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ সদস্য অ্যাড. আশুতোষ চাকমা, দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. আবুল কাশেম, দীঘিনালা উপজেলা চেয়ারম্যান নবকমল চাকমা প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, পাহাড়ের উন্নয়নের স্রোতধারাকে এগিয়ে নিতে হবে। কাঙ্খিত উন্নয়নের লক্ষ্যে আওয়ামী লীগের নেতৃত্বে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করারও আহ্বান জানান তিনি।

মুজিবুর রহমান ভুইয়া/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।