৮ বছরেও পুনঃনির্মাণ হয়নি আয়রন ব্রিজ


প্রকাশিত: ০৩:১৬ এএম, ০৪ অক্টোবর ২০১৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের দত্তের পশারিবুনিয়া ওয়াজেদিয়া দাখিল মাদরাসা সংলগ্ন বগিরাতপুর-আমুয়া খালের উপরের আয়রন ব্রিজটি দীর্ঘ ৮ বছর ধরে জরাজীর্ণ হয়ে মানুষ মারার ফাঁদে পরিণত হয়েছে। ফলে ওই এলাকার মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীসহ হাজারও লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘ ৮ বছর ধরে আয়রন ব্রিজের তিনের এক অংশ ভেঙে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় লোকজন ব্রিজের পাটা রক্ষার জন্য নিচে সুপারি গাছ দিয়ে যাতায়াত করছেন।

এ ব্রিজটি দিয়ে পাটিখালঘাটা ইউনিয়নের দত্তের পশারিবুনিয়া ও বগিরাতপুর গ্রামের মানুষ মরিচবুনিয়া, আমুয়া, ছোনাউটা বাজারে যাতায়াত করছেন। তাছাড়া পশারিবুনিয়া ওয়াজেদিয়া মাদরাসা ও মরিচবুনিয়া স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থী, নারী, বৃদ্ধা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করলেও কোনো যানবাহন চলাচল একবারেই অসম্ভব।

এতে করে ওই সকল এলাকার লোকজন অসুস্থ হলে তাদের হাসপাতালে নিতে চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিশির দাস জানান, দত্তের পশারিবুনিয়া ওয়াজেদিয়া দাখিল মাদরাসা সংলগ্ন বগিরাতপুর-আমুয়া খালের উপরের আয়রন ব্রিজটি দীর্ঘ ৮ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ফলে ওই এলাকার মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীসহ লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এ দুর্ভোগ লাঘবের জন্য কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে।

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শরীফ মুহাম্মাদ ফয়েজুল আলম জানান, এ ভাঙা আয়রন ব্রিজ সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার করা হবে।
    
এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।