চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার


প্রকাশিত: ০৮:৩২ এএম, ০৫ অক্টোবর ২০১৬

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুরে ডাকাতির প্রস্তুতিকালে একটি ওয়ান শাটারগান, ৩ রাউন্ড গুলি, ছোরা ও রামদাসহ চিহ্নিত ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর ৪টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলার কার্পাসডাঙ্গা কলোনীপাড়ার শওকত মাস্টারের ছেলে মিঠু (৩০), ইলিয়াছ আলীর ছেলে আলামিন (২৪) ও পীরপুর কুল্লা গ্রামের আইনালের ছেলে মফি (২৫)।

পুলিশ জানায়, ভোরে উপজেলার সীমান্তবর্তী মুন্সিপুর পাকা রাস্তার পাশে ডাকাতির উদ্দেশ্যে ৭-৮ জন দুর্বত্ত ওৎ পেতে ছিল। এসময় দামুড়হুদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক ও উপপরিদর্শক (এসআই) মুহিতসহ একদল টহল পুলিশ গাড়ি নিয়ে মুন্সিপুর যাওয়া পথে দুর্বত্তরা রাস্তায় ব্যারিকেড দেয়।

পুলিশের গাড়ি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মিঠু, আলামিন ও মফিকে ১টি শাটারগান, গুলি, রামদা ও ছোরাসহ গ্রেফতার করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়।

দামুড়হুদা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতাররা চিহ্নিত ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে দামুড়হুদা থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, অপহরণসহ প্রায় এক ডজন মামলা রয়েছে।

অন্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

সালাউদ্দিন কাজল/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।