নাটোরে মাদকসহ ৮ ছাত্রলীগ নেতা-কর্মী আটক


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ০৬ অক্টোবর ২০১৬

নাটোরের বড়াইগ্রামে হিরোইন, ইয়াবাসহ ৮ ছাত্রলীগ নেতা-কর্মীকে আটক করেছে র্যাব-৫। বুধবার রাতে উপজেলার বনপাড়া বাজারের একটি মার্কেটের ২য় তলা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সামনে তাদের উপস্থিত করা হয়।

আটকরা হলেন-উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান, ছাত্রলীগ কর্মী আবুল বাশার, মৃদুল সরকার, মহিবুর রহমান, কালাম মিয়া, শাকিল হোসেন, আব্দুর রাজ্জাক ও মোহম্মদ ফারুক।

র্যাব-৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান জানান, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মাদক দ্রব্য কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারের টিনু সুপার মার্কেটে অভিযান চালায় র্যাব-৫ এর একটি দল।

এ সময় মার্কেটের ২য় তলার একটি কক্ষে তল্লাশি চালিয়ে সেখানে কয়েকজন মাদক বিক্রেতা ও সেবীকে আটক করা হয়। পরে সেই ঘর থেকে ২৫০ গ্রাম হিরোইন, ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল,গাঁজাসহ মাদক দ্রব্য সেবনের বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।