মুক্তিযোদ্ধা হত্যায় জেএমবি সদস্য গ্রেফতার
কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিষ্টান মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যায় জড়িত অন্যতম আসামি গোলাম রব্বানী (২২) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালামের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে কুড়িগ্রামে নিয়ে আসে। রাত ৮টায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ।
গ্রেফতারকৃত জেএমবি সদস্য গোলাম রব্বানীর বাড়ি রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ঘুমারু ভীমশীতলা গ্রামে। তিনি রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
এ নিয়ে এই মামলার ১০ আসামির মধ্যে চার জেএমবি সদস্যকে গ্রেফতার করলো পুলিশ। এছাড়া তিন আসামি ইতিপূর্বে হলি আর্টিজানে খায়রুল ইসলাম বাধন, শোলাকিয়ার ঘটনার আসামি হিসেবে নান্দাইলে আবু মোকাদিল ওরফে ডন এবং রাজশাহীতে নজরুল ইসলাম ওরফে আবুল বাশীর ওরফে বাইক হাসান পুলিশের গুলিতে নিহত হয়। বাকি তিন আসামি এখনো পলাতক রয়েছে।
উল্লেখ্য, গত ২২ মার্চ সকালে কুড়িগ্রাম শহরের গাড়িয়াল পাড়া এলাকায় নিজ বাড়ির সামনে ধর্মান্তরিত খ্রিষ্টান মুক্তিযোদ্ধা হোসেন আলীকে কুপিয়ে হত্যা করা হয়। এসময় সন্ত্রাসীরা ককটেল ফাটিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
নাজমুল হোসেন/এআরএ/পিআর