ট্রেনে আগুন লাগার ঘটনায় ৪ সদস্যের কমিটি
হবিগঞ্জের মাধবপুরে পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বিভাগীয় পরিবহন কর্মকর্তা মাহবুবুর রহমানকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।
এর আগে শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এসময় ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে তা ভস্মিভূত হয়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৭টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বগিগুলো উদ্ধারে কাজ করছে আখাউড়ার উদ্ধারকারী ট্রেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এমএস