শিকদার বাড়ির পূজামণ্ডপ দেখে মুগ্ধ সংস্কৃতিমন্ত্রী


প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৭ অক্টোবর ২০১৬

বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়িতে ৬০১টি দেব-দেবীর সমন্বয়ে প্রতিষ্ঠিত পূজামণ্ডপ দেখে মুগ্ধ হয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ প্রতিটি উৎসব পালন করে আসছেন। এটি আবহমান বাংলার চিরায়িত রূপ। আর বাগেরহাটে এতো সুন্দরভাবে ইতিহাস ঐতিহ্যকে শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে যা আমি মুগ্ধ।

শুক্রবার বিকেলে বাগেরহাটের আলোচিত শিকদার বাড়ির দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই অনুভূতি ব্যক্ত করেন তিনি।

শিকদার বাড়ির দুর্গাপূজার বিষয়ে তিনি বলেন, মহাভারত রামায়ণ এবং সনাতন ধর্মকে তথা ঐতিহ্যকে এখানে তুলে ধরা হয়েছে। তাতে করে যারা এই ধর্ম সম্পর্কে কিছুই জানেন না, তারাও একটা মোটামুটি ধারণা পেয়ে যাবেন। এটি এখানকার সবচেয়ে বড় একটা বিষয়। যা একজন মুসলমান হিসেবে বা অন্য ধর্মের লোক হিসেবে এটা জানা জরুরি। একে অন্যকে জানতে ও বুঝতে পারবো। তখন আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি রয়েছে সেগুলো দূর হবে।

বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশার সভাপতিত্বে শিকদার বাড়ির দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক নেত্রী ইসমত আরা শান্তি, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ রায়, ডা. দুলাল শিকদার, লিটন শিকদার প্রমুখ।

শওকত আলী বাবু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।