হবিগঞ্জে দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধার : রেল চলাচল স্বাভাবিক
দুর্ঘটনাকবলিত ট্রেন
হবিগঞ্জের নোয়াপাড়ায় পারাবত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
দিনভর চেষ্টা চালিয়ে লাইনচ্যুত হয়ে পড়া পারাবত এক্সপ্রেস ট্রেনের বগি ও আগুনে পুড়ে যাওয়া ইঞ্জিন উদ্ধারের পর শুক্রবার রাত সাড়ে ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নয়াপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনির হোসেন।
এর আগে শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এসময় ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে তা ভস্মিভূত হয়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/এমএস