ফুলবাড়ীতে ২শ ভূমিহীন পরিবার ১০ টাকা কেজির চাল থেকে বঞ্চিত


প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৯ অক্টোবর ২০১৬

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় হত দরিদ্রদের জন্য দেওয়া ফেয়ার প্রাইজের কার্ড নিয়ে চলছে ভেলকিবাজি। স্বজনপ্রীতি, দলীয়করণ, স্বচ্ছল পরিবারসহ একাধিক ব্যক্তির নামেও কার্ড দেবার অভিযোগ উঠেছে।

অথচ ফুলবাড়ির নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমণ্ডল, বস্তি গোরকমণ্ডল এবং সদর ইউনিয়নে ফুলসাগর গুচ্ছ গ্রামের প্রায় ১৯৫ জন ভূমিহীন পরিবার এই কার্ড পায়নি।
 
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ফুলবাড়ীর ৬টি ইউনিয়নে ১২ জন ডিলারের মাধ্যমে প্রথম পর্যায়ে ৯ হাজার ২৯৮ জন কার্ডধারীকে নির্বাচন করা হয়। গত ৩০ সেপ্টেম্বর ১০ টাকা মূল্যের ৩০ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করা হয়।
 
কার্ড না পাওয়া প্রসঙ্গে গুচ্ছ গ্রামের বাসিন্দা আজিজার হক (৬৫), কবিরা বেগম (৬০), জ্যোসনা রানী (৬০) দ্বিনেশ চন্দ্র (৬৪), নাছিমা (৪৫) জানান, মেম্বার ও চেয়ারম্যানদের পছন্দের লোকজনদেরকে এই কার্ড দেয়া হয়েছে। যাদের মধ্যে অনেকেই স্বচ্ছল পরিবারের সদস্য। দিন এনে দিন খাওয়া পরিবারগুলোই এই কার্ড পাচ্ছিনা। শুধু স্বল্প মূল্যের চালের কার্ড না এখানকার অনেকেই বয়স্ক ভাতা, বিধবাভাতা থেকে বঞ্চিত হয়েছে।

ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান মইনুল হক বিষয়টি স্বীকার করে বলেন, কিছু দলীয় নেতাকর্মীসহ ফেয়ার প্রাইজের ডিলার জড়িত। তারা ফ্লুইট কালি দিয়ে নাম মিশিয়ে নিজেদের পছন্দ ব্যক্তির নামের তালিকা করেছে।
 
এ ব্যাপারে নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বের আলী মুছা জানান, ১০ টাকা কেজি চালের কার্ড ৭-৮ বছর আগে করা। তৎকালিন চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতারা ওই তালিকা করেছে। এখানে আমার কিছুই করার নেই। এ তালিকা আমাদের আমলে হয়নি। আমরা শুধু কার্ডগুলো নাম অনুযায়ী তাদের বাড়িতে পাঠিয়েছি।
 
ফেয়ার প্রাইজ কার্ডে দলীয়করণের বিষয়ে নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, চালের কার্ডের তালিকা কোনো নেতাকর্মী করেনি। সব তালিকা বিগত দিনের চেয়ারম্যান মেম্বাররাই করেছে। সে হিসেবে বর্তমান চেয়ারম্যান মেম্বাররা যাচাই-বাছাই না করে কার্ডগুলো বিতরণ করেছে।
 
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাঁও জানান, গুচ্ছ গ্রামসহ যে সমস্ত হত দরিদ্র এই কার্ড পায়নি, তাদের নতুন করে তালিকা করে কার্ডের আওতায় নিয়ে আসা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।

নাজমুল/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।