বগুড়ায় সাংবাদিকদের মানববন্ধন


প্রকাশিত: ১১:০১ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ, এনটিভি চেয়ারম্যানের মুক্তির দাবি এবং দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র আয়োজনে মানববন্ধন পালিত হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বগুড়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিএফইউজের সহকারী মহাসচিব মীর্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, খন্দকার আব্দুর রহিম হিরু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, মতিউল ইসলাম সাদী, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রহিম বগ্রা, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সাধারণ সম্পাদক মহসিন আলী রাজু, এফ শাহজাহান, সবুর শাহ লোটাস, আবুল কালাম আজাদ, আব্দুল ওয়াদুদ, এস এম সিরাজ প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মিডিয়া প্রতিষ্ঠান বন্ধ ও সাংবাদিক নেতৃবৃন্দকে গ্রেফতার করে সাংবাদিক জনতার আন্দোলনকে স্তব্ধ করে যাবে না। অবিলম্বে বিএফইউজের সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, এনটিভির চেয়ারম্যান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোছাদ্দেক হোসেন ফালুসহ গ্রেফতারকৃত সাংবাদিক নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি দিন। নতুবা সাংবাদিক জনতার ক্ষোভ থেকে আপনারা রেহাই পাবেন না।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।