বগুড়ায় মহিলা দলের মিছিলে পুলিশের বাধা


প্রকাশিত: ১১:১৬ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

বগুড়ায় হরতালের সমর্থনে বের হওয়া মহিলা দলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পুলিশি বাধায় শেষ পর্যন্ত মিছিল নিয়ে সামনে যেতে পারেনি মহিলা দলের নেতাকর্মীরা।

২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের সমর্থনে রোববার দুপুর ১টার দিকে শহরের নবাববাড়ী সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে মহিলা দল। মহিলা দলের জেলা সভানেত্রী লাভলী রহমানের নেতৃত্বে মিছিলটি সদর পুলিশ ফাঁড়ী পার হওয়ার সাথে সাথেই পুলিশ মিছিলের সামনে বাধা সৃষ্টি করে। এসময় পুলিশের সাথে মহিলা দলের নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডা শেষে সেখানেই মিছিল শেষ করে নেতাকর্মীরা চলে যায়।

মহিলা দলের জেলা সভানেত্রী লাভলী রহমান অভিযোগ করে বলেন, পুলিশ আর জনগণের বন্ধু নেই। তারা সরকারের পেটুয়া বাহিনীতে পরিণত হয়েছে। মহিলাদের শান্তিপূর্ণ মিছিলও তারা সহ্য করতে পারছেনা।

এ প্রসংগে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিএসআই) মঞ্জুরুল হক ভূঁইয়া বলেন, মিছিলে বাধা দেওয়া হয়নি। নিরাপত্তার স্বার্থে মিছিল সংক্ষিপ্ত করতে বলা হয়েছে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।