বেসিক ডেমোক্রেসি পদ্ধতিতে হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন
জেলা পরিষদ নির্বাচনের প্রস্তাবিত পদ্ধতি সেই আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির মতই বলে অভিযোগ করছেন সু-শাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
সোমবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা মিলনায়তনে হাঙ্গার প্রজেক্টের স্বেচ্ছাসেবকদের এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, দীর্ঘ ৪৪ বছর ধরে জেলা পরিষদ নির্বাচন না করে সংবিধানকে লঙ্ঘন করা হয়েছে। তবে যে পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়া চলছে তা সবার কাছে গ্রহণযোগ্য নয়। জেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে সংবিধানের মূল চেতনা প্রতিফলিত করার আহ্বান জানান তিনি।
রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে সুজনের সম্পাদক বলেন, পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করা হচ্ছে। আশা করি যুক্তিবিদরাই জয় হবে। সুন্দরবন রক্ষায় সরকার তার সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সুজনের উপদেষ্ঠা সিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, অস্ট্রেলিয়া হাঙ্গার প্রজেক্ট কান্ট্রি ডিরেক্টর ক্যাথিবার্ক, মেহেরপুর জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা ডক্টর আখতারুজ্জামান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান ও হাঙ্গার প্রজেক্টর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জেরিনা কবির প্রমুখ।
আতিকুর রহমান টিটু/এআরএ/আরআইপি