বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত


প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১২ অক্টোবর ২০১৬

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের খাঁশিরভিটা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ছবিরন (৪২), তার ছেলে সাইফুর রহমান (২৫) ও সাইফুর রহমানের স্ত্রী মমতাজ (২৩)।

জয়মনিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারমান আব্দুল ওয়াদুদ জানান, পার্শ্ববর্তী আলতাব হোসেনের বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ নিয়েছিলেন আজিজার রহমান। বুধবার রাতে লাইনের তার ছিড়ে গেলে তার ছেলে সাইফুর রহমান মেরামত করতে গিয়ে তারে জড়িয়ে যান।

এ সময় সাইফুর রহমানের স্ত্রী মমতাজ তাকে বাঁচাতে গিয়ে নিজেও আটকে গেলে আজিজার রহমানের স্ত্রী ছবিরন দৌড়ে গিয়ে তাদের শরীর স্পর্শ করলে তিনিও আটকে যান।

এমন অবস্থা দেখে আজিজার রহমান আলতাব মিয়ার বাড়িতে গিয়ে মেইন সুইচ বন্ধ করে দিতে বলেন। এদিকে তার আগেই ঘটনাস্থলে মারা যায় মা, ছেলে ও পুত্রবধূ। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাত সাড়ে ১১টায় ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, চেয়ারম্যান সাহেব ফোনে বিষয়টি জানিয়েছেন। আমাদের ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।