চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আসিফ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সরোজগঞ্জের সাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত আসিফ সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আমিরুল ইসলাম মাস্টারের ছেলে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসিফ তার এক বন্ধুকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার জন্য বাইসাইকেল নিয়ে তৈরি হচ্ছিল। এ সময় স্যালো মেশিনচালিত আলমসাধুর সঙ্গে তার স্কুল ব্যাগ আটকে যায়। এতে সে সড়কের ওপর পড়ে যায়। পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। চালকসহ ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
সালাউদ্দিন কাজল/এএম/পিআর