আত্মহত্যা প্ররোচনা মামলায় শ্বশুর গ্রেফতার


প্রকাশিত: ১০:৩৫ এএম, ২৪ অক্টোবর ২০১৬

নীলফামারীর ডিমলায় গৃহবধূর আত্মহত্যায় প্ররোচনার মামলায় ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ছাদের হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া নিহতের স্বামী মোস্তাফিজার রহমান মানিক এ ঘটনায় মামলার পর থেকে পলাতক।

তিনি ঝুনাগাছ চাপানি ইউনিয়নের উত্তর ঝুনাগাছ চাপানি ইউনিয়নের মৃত জয়ফুল্লা মামুদের ছেলে।

জানা যায়, ডিমলা উপজেলা পরিষদের কম্পিউটার প্রশিক্ষক জামিয়ার রহমানের মেয়ে জয়নব বানু ১৭ সেপ্টেম্বর আত্মহত্যা করেন। ঘটনার আগের দিন বিকেলে জয়নবের স্বামী মোস্তাফিজার রহমান মানিক, শ্বশুর ছাদের হোসেন পরিবারের লোকজনের সামনে তাকে চরিত্রহীন মেয়ে বললে তিনি ঘটনার রাতেই আত্মহত্যা করেন।
 
পরে নিহতের বাবা জামিয়ার রহমান বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন। আত্মহত্যা প্ররোচনা মামলার আসামিরা হলেন- নিহতের স্বামী মোস্তাফিজার রহমান মানিক, শ্বশুর ছাদের হোসেন ও শাশুড়ি মোকছুদা বেগমসহ সাতজন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফিরোজ জাগো নিউজকে জানান, মামলার সকল আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার সাদের হোসেনকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।    

জাহেদুল ইসলাম/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।