সুন্দরগঞ্জে ভোটযুদ্ধে স্বামী-স্ত্রী


প্রকাশিত: ০৭:২৭ এএম, ২৫ অক্টোবর ২০১৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১১নং হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম রঞ্জু ও তার স্ত্রী মোছা. রোকসানা বেগমের ভোটযুদ্ধ বেশ জমে উঠেছে। তবে এতে করে বিপাকে পড়েছেন সাধারণ ভোটাররা।

আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে জাতীয় পার্টি মনোনিত মো. রফিকুল ইসলাম রঞ্জু (লাঙ্গল) ও তার স্ত্রী রোকসানা বেগম স্বতন্ত্র প্রার্থী হিসেবে (মোটরসাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এলাকার ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় উঠছে। এছাড়া একই পদে স্বামী-স্ত্রী ভোট করায় সাধারণ ভোটাররা পড়েছেন বিপাকে। কারণ স্বামী-স্ত্রীর মধ্যে কাকে ছেড়ে কাকে ভোট দেবেন এ চিন্তায় পড়েছেন ভোটাররা।

ভোটের দিন যতই ঘনিয়ে আসছে স্বামী-স্ত্রী মধ্যে ততোই প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত স্বামী-স্ত্রী দুজনেই গণসংযোগ করেন। এছাড়া তারা দুজনেই ভোটাদের দ্বারে-দ্বারে গিয়ে সমান তালে ভোট প্রার্থনা করছেন।

এ বিষয়ে রফিকুল ইসলাম রঞ্জু বলেন, আমরা স্বামী-স্ত্রী চেয়ারম্যান পদে প্রার্থী হলেও অনেক সময় দুজনই একসঙ্গে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করছি। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই, কিংবা স্ত্রী আমার কোনো প্রতিপক্ষও না। দলীয়ভাবে তাকে মনোনয়ন দেয়া হয়েছে। পূর্বেও তিনি ইউনিয়নে প্রতিনিধিত্ব করেছেন। মানুষের সুখ-দুঃখে ও বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। সে কারণে তাকে আবার চেয়ারম্যান পদে দেখতে চান এলাকাবাসী।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আবদুল মালেক জানান, সীমানা সংক্রান্ত জটিলতার কারণে হরিপুর ইউনিয়নে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে আগামী ৩১ অক্টোবর ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। হরিপুর ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৩শ ৮৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৯শ ৯৭ ও নারী ভোটার ৭ হাজার ৩শ ৯১ জন।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।