গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু
নেত্রকোনার কেন্দুয়ায় সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে আনোয়ার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কান্দিউড়া ইউনিয়নের বৈরাটি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানায়, বৈরাটি গ্রামের ফজলু মিয়ার ছেলে আনোয়ার সকালে একই গ্রামের শাহীন মিয়ার সুপারি পাড়তে গাছে উঠে। এসময় শিশু আনোয়ার এক গাছ থেকে অন্য গাছে যেতে চাইলে হঠাৎ সুপারি গাছ ভেঙে মাটিতে পড়ে গুরুতর আহত হয়।
প্রথমে শিশু আনোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর সেখানেই তার মৃত্যু হয়।
কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জাগো নিউজকে জানান, বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
কামাল হোসাইন/এআরএ/পিআর