মুজিবনগরে বোমাসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৫:৪৬ এএম, ২৬ অক্টোবর ২০১৬

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রাম থেকে ৫টি হাত বোমাসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে কোমরপুর ব্রিজের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটক দু’জন ডিএসবির তালিকাভুক্ত সন্ত্রাসী ও কয়েকটি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
 
আটকরা হলেন, মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের নবিস উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম ওরফে মনা (৩৭) ও একই গ্রামের মদন আলীর ছেলে কদর আলী (৩৫)।

মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের একটি ব্রিজের কাছে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ৫টি বোমাসহ মনা ও কদরকে গ্রেফতার করা হয়। পালিয়ে যায় কয়েকজন। তারা দুইজন এলাকায় বোমারু নামে পরিচিত।

ওই এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়, ইটভাটায় চাঁদাবাজি, বোমাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের বেশ কয়েকটি মামলা রয়েছে তাদের নামে।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।