রাজৈরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নৌমন্ত্রীর ত্রাণ বিতরণ
কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি-কেজেআরসি বাংলাদেশ অফিসের উদ্যোগে বুধবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার দরিদ্র দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
রাজৈর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত আওক্বাফ পাবলিক ফাউন্ডেশনের অ্যাডমিন কো-অর্ডিনেটর ইউসুফ আল-কান্দারি, কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি বাংলাদেশের মহাপরিচালক ড.গাজী মো. জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালেব মিয়া ও রাজৈর উপজেলা চেয়ারম্যান শাজাহান খান।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও ইউসুফ আল-কান্দারি উপজেলার এক হাজার দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে ১৫ কেজি চাল, ৩ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি লবণ, ৫ কেজি আলু, খাবার স্যালাইন ও শাড়ি এবং লুঙ্গি বিতরণ করেন।
শাজাহান খান কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি-কেজেআরসি বাংলাদেশ অফিসের সদস্যদের নিয়ে হেলিকপ্টারযোগে মাদারীপুরের রাজৈরে আসেন এবং ত্রাণ বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। পরে সাংবাদিকদের সঙ্গে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ও নতুন কমিটি নিয়ে কথা বলেন।
এ কে এম নাসিরুল হক/এএম/আরআইপি