দামুড়হুদায় বিশেষ অভিযানে গ্রেফতার ১০
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ১০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাতে দামুড়হুদা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।
এ সময় উপজেলার দর্শনা আনোয়ারপুর গ্রামের মৃত বিতাব আলীর ছেলে মিতুল (৩২), মৃত ইয়াসিন মিয়ার ছেলে শাহাবুদ্দিন (৩৫), মদনা গ্রামের মৃত লাল চাঁদ মন্ডলের ছেলে গোলাপ আবু ছাত্তার (৫৫), ইশ্বরচন্দ্রপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাইদুর জ্জামান (৩৭), পারকৃষ্ণপুর গ্রামের সামছুল হকের স্ত্রী নাসিমা খাতুন (৫২) ও তার ছেলে মমিন (৪০), ছয়ঘরিয়া গ্রামের ওলি হোসেনের ছেলে আতিয়ার রহমান (৩২), আলম হোসেন (২৫), জান মোহাম্মদের ছেলে আনোয়ারকে (৩৬) গ্রেফতার করা হয়।
দামুড়হুদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা রয়েছে। বৃহস্পতিবার তাদের চুয়ডাঙ্গা আদালতে সোর্পদ করা হয়েছে বলেও জানান তিনি।
সালাউদ্দিন কাজল/এএম/পিআর