কলমাকান্দায় আড়াই লাখ রুপিসহ যুবক আটক
নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে আড়াই লাখ ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে স্থানীয় বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাকে আটক করা হয়।
আটক শুকুর মাহমুদ জেলার দুর্গাপুর পৌরশহরের সাধুপাড়া এলাকার হাবিবুর রহমান এর ছেলে।
লেঙ্গুরা বিজিবি ফাঁড়ির সুবেদার ওয়াজির হোসেন জাগো নিউজকে জানান, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে বিজিবির সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে শুকুর মাহমুদকে আটক করে। এসময় তার কাছ থেকে ভারতীয় আড়াই লাখ রুপি উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে আটটার দিকে তাকে থানায় হস্তান্তর করা হয়।
কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) একেএম মিজানুর রহমান জাগো নিউজকে জানান, আটক যুবককে শনিবার আদালতে পাঠানো হবে।
কামাল হোসাইন/এফএ/পিআর