রোববার খাগড়াছড়ি ও রাঙামাটিতে সড়ক অবরোধ


প্রকাশিত: ০৬:২৯ এএম, ২৮ অক্টোবর ২০১৬

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধান) আইন-২০১৬ বাতিলসহ ৩০ অক্টোবর রাঙামাটিতে অনুষ্ঠেয় ভূমি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে রোববার (৩০ অক্টোবর) পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটিতে সড়ক অবরোধের ডাক দিয়েছে পাহাড়ে অধিকার আদায়ে আন্দোলনরত পাঁচ বাঙালি সংগঠন।

বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পাঁচ বাঙালি সংগঠনের যৌথসভা শেষে পার্বত্য গণপরিষদের মহাসচিব অ্যাড. মো. আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধান) আইন-২০১৬ অনুসারে ডাকা ৩০ অক্টোবরের কমিশন বৈঠক পাহাড়ে বসবাসরত বাঙালিদের জন্য হুমকি উল্লেখ করে ঐ বৈঠক বাতিলসহ ভূমি কমিশন (সংশোধন) আইন-২০১৬ বাতিলের দাবি জানানো হয়।

প্রসঙ্গত, গেল ১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভোটিং সাপেক্ষে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ এর খসড়ার নীতিগতভাবে অনুমোদন এবং ৯ আগস্ট তা অধ্যাদেশ জারির মাধ্যমে গেজেট আকারে প্রকাশের পর গত ৬ অক্টোবর জাতীয় সংসদে পাশ হয়।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।