বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটা এলাকায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনস্টেবল নুরুজ্জামান (৩০) নিহত হয়েছেন। রোববার রাত ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মাগুরায় তার মৃত্যু হয়।
তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সারুটিয়া গ্রামের জবেদ আলীর ছেলে এবং চুয়াডাঙ্গা পুলিশ লাইনে কর্মরত পুলিশ কনস্টেবল।
পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে কনস্টেবল নুরুজ্জামান দামুড়হুদা থেকে মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। পথেমধ্যে কোষাঘাটা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা এক বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মাগুরায় তার মৃত্যু হয়।
দামুড়হুদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন কাজল/এআরএ/পিআর