পলাশবাড়ীতে আ.লীগ প্রার্থীর নির্বাচন বর্জন


প্রকাশিত: ০৯:০০ এএম, ৩১ অক্টোবর ২০১৬

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের বিএনপি-জামায়াত-শিবির কর্তৃক ভোটকেন্দ্র দখল, কারচুপি ও এজেন্টদের বের করে দেয়ার অভিযোগে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এ কে এম আহমেদুল কবীর নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

সোমবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, হোসেনপুর ইউনিয়নে দলীয়ভাবে তাকে মনোনয়ন দেয়া হয়। গত ২৮ মার্চ নির্বাচনের দিন বিএনপি-জামায়াত-শিবিরের ক্যাডাররা আমার নির্বাচনী এজেন্টদের জোরপূর্বক বের করে দেয় এবং ওইদিন বেলা ১১টায় ভোটকেন্দ্রের বাইরে থেকে গ্রেফতার করানো হয়। এসব কারণেই ভোটগ্রহণ স্থগিত ছিল।

কিন্তু সোমবার পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হলে আবারও ওই জামায়াত-শিবির ক্যাডাররা স্বতন্ত্র প্রার্থী তৌফিকুল আমিন মন্ডলের (চশমা প্রতীক) সমর্থনে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করে কেন্দ্র দখল ও আমার এজেন্টদের বের করে দেন। তিনি এ ঘটনার প্রতিবাদে নির্বাচন বর্জন করেছেন তিনি

একইসঙ্গে নির্বাচন বর্জনের ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।