খাগড়াছড়িতে আ.লীগ ২ ইউপিডিএফ ১ ইউনিয়নে জয়ী


প্রকাশিত: ০২:৫০ পিএম, ৩১ অক্টোবর ২০১৬

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগ দুটি ও আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত প্রার্থী একটি ইউনিয়নে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গুইমারা সদর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেমং মামরা ৩ হাজার ৭৭৪ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্মল নারায়ণ ত্রিপুরা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬২৯ ভোট।

হাফছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চাইথোয়াই চৌধুরী ৩ হাজার ৫৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ সমর্থিত আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৩৩৭ ভোট।

সিন্দুকছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে ইউপিডিএফ সমর্থিত প্রার্থী রেদাক মারমা ২ হাজার ২২১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুইনুইপ্রু চৌধুরী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪২৫ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে উপজেলার গুইমারা, হাফছড়ি ও সিন্দুকছড়ি ইউনিয়নের ২৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রগুলোতে পাহাড়ি ও বাঙালি ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে প্রতিটি কেন্দ্রেই নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সবার মধ্যে ব্যাপক ইৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

তৃতীয় ধাপে খাগড়াছড়ির ৩২ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলেও নবসৃষ্ট গুইমারা উপজেলার ভোটার তালিকা পুনর্বিন্যাস না হওয়া এবং প্রশাসনিক জটিলতার কারণে গুইমারা, হাফছড়ি ও সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।