রাণীনগরে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী বিজয়ী


প্রকাশিত: ০৯:৪৩ এএম, ০১ নভেম্বর ২০১৬

নওগাঁর রাণীনগরে ১নং খট্টেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান পিন্টু বিজয়ী হয়েছেন। আসাদুজ্জামান পিন্টু ৫ হাজার ৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তাফা পেয়েছেন ৪ হাজার ৮০১ ভোট।

স্থগিত তিনটি কেন্দ্রে সোমবার সকাল ৮টা থেকে একটানা বিকেল চারটা পর্যন্ত ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে ভোটগ্রহণ শুরু হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সারি দীর্ঘ হতে শুরু করে। ভোট প্রদানের জন্য লম্বা লাইনে নারী ও পুরুষ ভোটাররা অপেক্ষা করতে দেখা গেছে।

ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। পুলিশ ও বিজিবির পাশাপাশি র‌্যাবের টহল অব্যাহত ছিল। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন।

উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন জানান, ইউনিয়নে মোট ভোটার ছিল ১২ হাজার ২৬১ জন। স্থগিত তিনটি কেন্দ্রে ভোটার ছিল ৬ হজার ২১৪ জন।

গত ২৮ মে পঞ্চম ধাপে নওগাঁর রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে ভোট গ্রহন চলাকালে ১নং খট্টেশ্বর ইউনিয়নে আল-আমিন দাখিল মাদরাসা, সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয় ও লোহাচুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করা হয়।

আব্বাস আলী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।